টঙ্গীতে ৪৩ নং ওয়ার্ড এর নবনির্বাচিত কাউন্সিলর খালেদুর রহমান রাসেলকে সংবর্ধনা

0
61
728×90 Banner

মোঃ শাহজালাল দেওয়ান: গাজীপুর সিটি কর্পোরেশন ৪৩ নং ওয়ার্ড এর নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব খালেদুর রহমান রাসেলকে টঙ্গীর পাগাড় ঢাকা ডাইং রোড ও মদীনা নগর এলাকাবাসীর পক্ষ থেকে বিজয়ী শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে টঙ্গীর ঢাকা ডাইং রোড এলাকায় বিজয়ী শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ৪৩ নং ওয়ার্ড নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব খালেদুর রহমান রাসেল। সৈয়দ শামসুল এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব গিয়াস উদ্দিন ফকির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দ আতিক,৪৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের ১নং যুগ্ন আহবায়ক মুক্তার হোসেন সোহেল,ফকির মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ পাঠান, মদীনা নগর বাড়িওয়ালা কল্যাণ সমিতির সভাপতি মমিন সরদার,তাহের মোল্লা, পলাশ, শাওন,বাবু,জাফর ফকির,সাইফুল ইসলাম প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে এলাকাবাসীরা বলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরণ এই ৪৩ নং ওয়ার্ড থেকে দীর্ঘ ২৫ বছর নির্বাচিত হয়ে মানুষের সেবা করেছেন এবার তারই উত্তরসূধী ভাতিজা খালেদুর রহমান রাসেল এই ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। যে কাজগুলো ওয়ার্ড বাসীর জন্য কল্যাণকর আমরা সেই কাজগুলো তার কাছ থেকে আশা করি এবং আলহাজ্ব আসাদুর রহমান কিরণ এর অসমাপ্ত কাজগুলো তিনি সম্পন্ন করবেন এটাই আমরা তার কাছে প্রত্যাশা করি। অনুষ্ঠানের প্রধান অতিথি ৪৩ নং ওয়ার্ড এর নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব খালেদুর রহমান রাসেল তার বক্তব্যে বলেন আমি এই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নয় কারো ভাতিজা,কারো ভাই,কারো সন্তান,কারো বন্ধু হিসাবে কাজ করে যেতে চাই। আপনাদের সকলের ভালবাসায় আপনাদের জন্য যে নাগরিক সুবিধা গুলো রয়েছে সে নাগরিক সুবিধা গুলো আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাব। তিনি আরও বলেন সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বলে এই ৪৩ নং ওয়ার্ড টি সন্ত্রাস মাদক চাঁদাবাজ মুক্ত স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। ৪৩ নং ওয়ার্ডের উন্নয়নের বিভিন্ন সূত্র তুলে ধরে আরো বলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরনের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার কথা বলেন। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া এবং উপস্থিত এলাকাবাসীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here