Daily Gazipur Online

টঙ্গীতে ৪ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে মঙ্গলবার গভীর রাতে মরকুন মধ্যপাড়া এলাকায় ছিনতাইকালে ৪ ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় তাদের কাছে থাকা ৪টি মোবাইল সেট ও ১টি ওয়ার্লেস উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে-স্বপন শেখ (২৮), মো: রাজিব চৌধুরী (৩২) মো: খোরশেদ আলম (২৯) ও রাশেদু ইসলাম (৩২)।
পুলিশ জানায়, রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মরকুন মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইয়ের সময় ওই চারজনকে গ্রেফতার করে। তাদের দেহ তল্লাশী চালিয়ে ৪টি মোবাইল ফোন ও ১টি ওয়ার্লেস উদ্ধার করে থানায় নিয়ে যায়। গ্রেফতারকৃতদের গাজীপুর কোর্টে প্রেরণ করে। এব্যাপারে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।