টঙ্গীতে ৫দিন ব্যাপি জোড় ইজতেমা ১৩ অক্টোবর থেকে শুরু

0
85
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ১৩ অক্টোবর থেকে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হবে প্রথম পর্বের জোড় ইজতেমা। প্রতিবছর বিশ্ব ইজতেমার আগে জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। সাদপন্থীদের আবেদনের ভিত্তিতে জোড় ইজতেমার প্রথম পর্ব এটি। পরবর্তী সময় অনুষ্ঠিত হবে যোবায়েরপন্থীদের জোড় ইজতেমা। গত রোববার গাজীপুর মহানগর পুলিশ লিখিতভাবে এই অনুমতি দেয় সাদপন্থীদের।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার স্বাক্ষরিত অনুমতি পত্রে বলা হয়, নিজামুদ্দিন বিশ্ব মারকাজের অনুসারী তাবলিগের মূলধারার আহলে শুরার পক্ষে ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বি সৈয়দ ওয়াসিফ ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে টঙ্গী ইজতেমা ময়দানে আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) দক্ষিণ মো. মাহবুব উজ-জামান বলেন, প্রথম পর্বে ১৩ থেকে ১৭ অক্টোবর সাদপন্থীদের জোড় ইজতেমা হবে। দ্বিতীয় পর্বে পরবর্তী সময় যোবায়েরপন্থীরা জোড় ইজতেমা করবেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here