

জাহাঙ্গীর আকন্দ:গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকা থেকে বিপুল পরিমান গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব ১। শুক্রবার দুপুরে স্থানীয় ১নং ব্লক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই দিন সন্ধ্যায় র্যাব ১ এর সিনিয়র সহকারী পরিচালক নোমান আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সোহেল মিয়া (৩৫), রিপন (৩৪), সাইদুল ইসলাম (২০) ও লাভলী (৩৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় টঙ্গীর এরশাদ নগর ১ নং ব্লকের একটি খাবার হোটেল সংলগ্ন ডেকোরেটরের গোডাউনের ২য় তলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
