
ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃক রাস্তা ৪০ফিট প্রসস্তকরণের লক্ষ্যে টঙ্গীর এরশাদনগর বস্তি ও দোকান ভাংচুরের প্রতিবাদে নারী-পুরুষ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ সভা গতকাল শনিবার এরশাদনগর আঞ্জুমান হেদাতুল উম্মাত মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বিশিষ্ট ব্যবসায়ী মনি কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন টঙ্গী থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব সাত্তার মোল্লা, টঙ্গী পৌরসভার সাবেক কমিশনার মজিবুর রহমান, ভোক্তভোগী আলাউদ্দিন মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল হোসেন, টঙ্গী থানা ছাত্রলীগ নেতা রোমান দেওয়ান, আওয়ামীলীগ নেতা কাসু মিয়া, টিডিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মজিবুর রহমান মাষ্টার, রফিক মিয়া, বিশিষ্ট সমাজসেবক জহির মিয়া, মো: আব্দুল হামিদ, রমজান খন্দকার, হাসিনা আক্তার পুষ্প, মাফিয়া আক্তার, বেবী আক্তার প্রমুখ।
তারা বলেন, বর্তমানে রাস্তা ২২ ফিট আছে। আমাদের ৪০ফিট রাস্তার প্রয়োজন নেই। এই রাস্তা দিয়ে বড় ধরনের কোন যানবাহন চলে না। এরশাদনগরের প্রতিটি রাস্তা ২২ ফিট করে দেয়ার জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের প্রতি জোর দাবী জানান। এব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এরশাদনগরের মানুষ উন্নয়নের জন্য আমাদের ভোট দিয়েছে। আমার নির্বাচনী ইশতেহারে ছিল আমি রাস্তা প্রসস্ত করবো। রাস্তার দুই পাশে হাটার জন্য ফুটপাত রাস্তা করবো। মেইন রাস্তা থেকে ডাস্টবিন অপশারণ করবো এবং বেরিবাধের রাস্তা প্রসস্ত করবো এবং ফুটপাত করবো। গ্রিন এন্ড ক্রীন সিটি এরশাদনগরবাসীকে উপহার দিবো। সেই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আমি মেইন রোডের সকল ডাস্টবিন অপসারন করেছি এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা ওয়েস্ট বিন দিয়েছি এবং ২হাজার পরিবারকে ১টি করে উন্নতমানের ওয়েস্টবিন দিয়েছি। বাকী ৪ হাজার পরিবারকে কিছুদিনের মধ্যে ওয়েস্টবিন দেয়া হবে। রেডক্রিসেন্ট সোসাইটি ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলমের সহযোগিতায় প্রায় ১ কোটি টাকা ব্যয়ে রি-সাইক্রীন সিস্টেমসহ সেকেন্ডারী ডাস্টবিন নির্মাণ কাজ চলছে। বিভিন্ন বাসাবাড়ীর বর্জ্য থেকে জৈব সার উৎপাদন করা হবে। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম এরশাদনগরের রাস্তাঘাট ও ড্রেন উন্নয়নের জন্য ৪৯নং ওয়ার্ডে ২৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। যাহার কার্যক্রম এখন শুরু হয়েছে। যদি এই কাজ সফল ভাবে সম্পন্ন করতে পারি এরশাদনগর একটি আধুনিক নগরীতে রূপান্তরিত হবে। এই কাজে ঈশ্বান্বিত হয়ে কিছু লোক বাধা সৃষ্টি করছে। অবৈধ ভাবে যারা এরশাদনগরের জায়গা দখল করে রাখছে তারাই এখন এই উন্নয়ন কাজে বিরোধীতা করছে। আমার এক বছরের কার্যক্রম দেখে জাইকা গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড ঘোষণা করেছে। এছাড়াও এরশাদনগরের প্রথম থেকেই রাস্তার ৪০ফিট ছিল সেই লক্ষ্যে আমরা ৪০ফিট রাস্তা করার উদ্যোগ গ্রহণ করেছি। এছাড়াও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আহালহাজ্ব মো: জাহাঙ্গীর আলম যাদের দোকান ও বাড়ী ঘর ভাঙ্গা পড়বে তাদেরকে কিছু ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছেন।
