টঙ্গীর ওসি স্ট্যান্ড রিলিজ, এসআই ক্লোজড

0
40
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) গোডাউনের জব্দ চোরাই মালামাল বিক্রি ও বাহকসহ কাভার্ডভ্যান ছেড়ে দেওয়ার অভিযোগে টঙ্গী পূর্ব থানার এসআই আরিফ হোসেনকে প্রত্যাহার (ক্লোজড) করেছে জিএমপি।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওসি মামুনুর রশীদকে স্ট্যান্ড রিলিজ করে মহানগর ডিবিতে বদলি করা হয়েছে। একই সঙ্গে টঙ্গী পূর্ব থানায় কায়সার আহমদকে পদায়ন করা হয়েছে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) মো. আলমগীর হোসেন।
একাধিক সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে টিএন্ডটি বাজার এলাকায় অবস্থিত বিটিসিএলের গোডাউনে রক্ষিত মালামাল চুরি করে কাভার্ডভ্যানযোগে নিয়ে যাচ্ছিল চোরচক্রের সদস্যরা। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে টিএন্ডটি স্কুল মাঠে মালামালবোঝাই গাড়ি রেখেই পালিয়ে যায় চোরের দল। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই আরিফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গাড়িটি জব্দ করে থানায় আনার জন্য রেকার খবর দেন এবং থানার ওসিকে বিষয়টি জানান। রেকার চালক অজয় রেকারসহ ঘটনাস্থলে পৌঁছে কর্দমাক্ত রাস্তা থেকে গাড়িটি টেনে আনা সম্ভব নয় বলে ফিরে যান। পরে ভেকুর মাধ্যমে গাড়িটি তুলে লক্ষাধিক টাকায় গাড়িতে থাকা মালামাল বিক্রয় করে দিয়ে খালি গাড়িটি থানায় নিয়ে যান এসআই আরিফ।
একটি দায়িত্বশীল সরকারি গোপন সূত্র জানায়, কাভার্ডভ্যানটিতে টিএন্ডটির প্রায় ১ হাজার কেজি লোহা-লক্কড় ছিল; যা এসআই আরিফ ওসি মামুনুর রশীদের নির্দেশে টিএন্ডটি এলাকার একটি ভাঙারি দোকানে ৪৬ হাজার টাকায় বিক্রয় করে দেওয়া হয়। গত ২৪ সেপ্টেম্বর এসআই আরিফ শুধুমাত্র কাভার্ডভ্যানটি জব্দ দেখিয়ে ৩ অক্টোবর কাভার্ডভ্যানটির মালিক আবুল কালাম লিটনের কাছে হস্তান্তর করেন।
চোরাই মালামাল পরিবহণ করা হয়েছে জানা সত্ত্বেও ওসি গাড়ির মালিক বা ড্রাইভারের বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ গ্রহণ করেননি। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি অবহিত করেননি এসআই। ঘটনার বিষয়ে পরবর্তীতে বিভিন্ন মহলে জানাজানি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে এবং উক্ত বিষয়ে এসআই আরিফকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ও ওসির সংশ্লিষ্টতার কথাও স্বীকার করেন।
রেকার ড্রাইভার অজয় জানান, ওই দিন টিএন্ডটি বাজার এলাকায় একটি গাড়িতে রেকার করার জন্য খবর দেওয়া হয়। পরে ওখানে কাঁদা থাকায় রেকার না করেই ফিরে আসি।
গাজীপুর জেলা বিটিসিএলের উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ নুরু উল্লাহ বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। আমরা আরও খোঁজখবর নিচ্ছি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় প্রাথমিক তথ্যের ভিত্তিতে একজন এসআইকে প্রত্যাহার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার খোন্দকার রফিকুল ইসলাম বলেন, ইতোমধ্যে আমি বিষয়টি জেনেছি।
এদিকে বিকাল ৫টায় জিএমপির কমিশনার স্বাক্ষরিত এক অফিস আদেশে টঙ্গী পূর্ব থানার ওসি এসএম মামুনুর রশীদকে স্ট্যান্ড রিলিজ করে জিএমপির ডিবি (উত্তর বিভাগে) বদলি ও টঙ্গী পূর্ব থানায় ওসি হিসেবে কায়সার আহমদকে পদায়ন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here