টঙ্গীর দলিল লেখক-স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক বকুল

0
39
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসে দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিরতিহীনভাবে চলে বিকাল ৩টা পর্যন্ত।
২২০ জন ভোটারের মধ্যে ২১৪ জন তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন। ১৫টি পদের বিপরীতে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম। তিনি পেয়েছেন ১৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুল ইসলাম পেয়েছেন ৩৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুরাদ হোসেন বকুল। তিনি পেয়েছেন ১৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা কামাল পেয়েছেন ৬১ ভোট।
সহ-সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জাহিদ হাসান স্বপন, সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন নুরুল ইসলাম, অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোহাম্মাদ ইব্রাহিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোহাম্মদ ওয়াদুদ হোসেন এবং প্রচার সম্পাদক পদে মো. ফারুক হোসেন বিজয়ী হয়েছেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আল আমিন মিয়া, কেএম নজিবুল্লাহ জনি ও মো. ফারুক হোসেন।
এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মফিজ উদ্দিন বলেন, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ২২০ জন ভোটারের মধ্যে ২১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here