

ডেইলি গাজীপুর প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়,শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়, আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, আশরাফ টেক্সটাইল মিলস্ হাইস্কুলে আলোচনা সভা, দোয়া এবং কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করে।

১৭ই মার্চ শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠান গুলো তাদের নিজস্ব হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে কেক কেটে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন পালন, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

