Daily Gazipur Online

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাধায়ক অবরুদ্ধ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বেতন ও ঈদ বোনাসের দাবিতে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাধায়ক তাঁর কক্ষে অবরুদ্ধ করে রেখেছে দায়িত্বরত আনসার সদস্যেরা। গতকাল রোববার সকাল ১১টার থেকে তাঁর অফিস কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। পরে বেলা ৩টার দিকে অফিস কক্ষের তালা খুলে দেওয়া হয়।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত মে ও চলতি জুন মাসের বকেয়া বেতন ও ঈদুল আজহার বোনাসের দাবিতে কিশোর উন্নয়ন কেন্দ্রের দায়িত্বে থাকা ৫৫ জন আনসার সদস্য উন্নয়ন কেন্দ্রের ভেতরে ও বাইরে অবস্থান নিয়েছেন। শিশু উন্নয়ন কেন্দ্রের প্রধান ফটকে দায়িত্বে থাকা আনসার সদস্য জুয়েল বলেন, মে ও চলতি জুন মাসের বেতনসহ ঈদুল আজহার বোনাস এখনো পর্যন্ত পরিশোধ করা হয়নি। বেতনের বিষয়ে জানতে গেলে কেন্দ্রের দায়িত্বে থাকা তত্ত্বাবধায়ক এহিয়াতুজ্জামান আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। বেতন পরিশোধ নিয়ে আগেও কয়েক মাস গড়িমসি করেছেন তিনি। রোববার সকাল থেকে এখানকার আনসার সদস্যরা তত্ত¡াবধায়ক কক্ষে তালা ঝুলিয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখে।
টঙ্গী থানা আনসার ভিডিপির কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, বেতনের দাবিতে শিশু উন্নয়ন কেন্দ্রের আনসার সদস্যরা রোববার সকাল থেকেই তত্ত¡াবধায়ককে অবরুদ্ধ করে রাখে। আমরা এসেছি, সকল আনসার সদস্যদের নিয়ে কথা বলছি। আগামীকাল বেতন পরিশোধ করা হবে আশ্বাস দেওয়া হয়েছে।
টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়ক মোহাম্মদ এহিয়াতুজ্জামান বলেন, আমি বরাদ্দ পাইনি তাই বেতন পরিশোধ করতে পারছি না। বেতন পরিষদের জন্য ১৯ লাখ টাকা রয়েছে। মাত্র ২২ হাজার টাকা কম। বরাদ্দের টাকা পেলেই আগামীকাল বেতন পরিশোধ করা হবে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার কোনো তথ্য জানা নেই।