টঙ্গীর সন্ত্রাসী মঞ্জু গ্রেফতার

0
21
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর আলোচিত একাধিক মামলার আসামি মঞ্জুর হোসেন মঞ্জু ( ২৫)কে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহাম্মেদ।
গ্রেপ্তারকৃত মঞ্জু টঙ্গীর এরশাদ নগর এলাকার ৩ নং ব্লকের ময়নুল হোসেন এর ছেলে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় ও উত্তরা পূর্ব থানায় দুটি পৃথক হত্যা মামলা রয়েছে ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর এরশাদ নগর এলাকার ৫ নং ব্লকের বাসিন্দা বেলী (৪৫) এর বাসার সামনে মঞ্জু ও তার সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে কয়েকটি ককটেল বোমা বিস্ফোরণ ঘটায়। এসময় বেলীর মেয়ে ও উত্তরা ক্রিডেন্স কলেজে ছাত্রী মাহফুজা আক্তার এই হামালর পর বাসা থেকে বের হলে এলোপাথাড়ি আঘাত করে রক্তাক্ত করে।
এঘটনার পর বেলী বাদি হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগটি আমলে নিয়ে সোমবার রাতে তাকে প্রথমে আটক ও পরে মামলায় গ্রেফতার দেখায় টঙ্গী পূর্ব থানা পুলিশ।
এদিকে, টঙ্গী ৪৯ নং ওয়ার্ড এরশাদ নগর এলাকায় বিভিন্ন ব্লকের বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানায়। মঞ্জু, মইজুদ্দির এই সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে আতঙ্কিত পুরো এলাকাবাসী। বিভিন্ন বাসা বাড়িতে হামলা,স্থানীয়দের মারধোর,মাদক কারবার নিয়ন্ত্রণ,ছিনতাইকার নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি সহ নানা অপকর্মের অভিযোগ তোলেন তারা। তার গ্রেপ্তারের খবরে টঙ্গী পূর্ব থানা পুলিশ কে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহাম্মেদ জানান, তার বিরুদ্ধে আমাদের থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলো বেলী নামের এক ভুক্তভোগী। অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শেষে ঘটনায় সম্পৃক্ততা পাওয়া মঞ্জুকে প্রথমে আটক ও পরে মামলায় দায়ের এর পর গ্রেফতার করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here