

ডেইলি গাজীপুর প্রতিবেদক : শিক্ষার রুপান্তর শুরু হয় শিক্ষক দের দিয় এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে ২০২৩ সালের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে শিক্ষার মানোন্নয়ন শিক্ষক দের ভুমিকা ও শিক্ষক দের প্রতি শ্রদ্ধা বোধ বৃদ্ধিতে সচেতনতা মুলক আলোচনা সভা, র্যালি গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। র্যালি টি টঙ্গী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ আহসান উল্লাহ মাস্টার একাডেমিক ভবন অডিটোরিয়াম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক শ্রী রতন কুমার ঘোষের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান, টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান। বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ দিবা শাখার সহকারী প্রধান মোঃ মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান মোঃ আব্বাস আলী, কলেজে ইনচার্জ প্রভাষক মনজুরুল হক,শিক্ষক প্রতিনিধি আলতাফ হোসেন, সিনিয়র শিক্ষক সুরুজ্জামান সরকার, আবু বকর, চৌধুরী আশরাফ হোসেন, নাসরিন আক্তার খানম, সেলিনা সুলতানা, তাসরিন চৌধুরী, সাবিহা সুলতানা, জাকির হোসেন, প্রভাষক মোহাম্মদ শাহীন, জাহিদুর ইসলাম, নাছির উদ্দিন, আব্দুল হান্নান, খাদিজা আক্তার তামান্না, নাসরিন মোন্তাজ, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে ছাত্র-ছাত্রী এবং অভিভাবক দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান। পরে বিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
