Daily Gazipur Online

টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা

অলিদুর রহমান অলি: গাজীপুরে টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ ২০২৫ সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষাথীদের লেখা পড়ার অগ্রগতি ও আমাদের করনীয় শীর্ষক শিক্ষক-অভিভাবক মত বিনিময় সভা শনিবার শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমিক ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান। বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান আব্বাস আলী, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষ প্রমুখ। এসময় সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকতন এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান শিক্ষার মান উন্নয়ন করার লক্ষে শিক্ষক অভিভাবক সমন্বয় করে বিভিন্ন দিক নিদর্শনা মুলক বক্তব্য ও পদক্ষেপ গ্রহণ করেন।