ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরে প্রাইভেটকারের ভেতর থেকে উদ্ধার হওয়া শিক্ষক দম্পতির রহস্যজনক মৃত্যুর ১বছর পূর্ণ হবে আগামী ১৭ আগস্ট ।দেশের আলোচিত শিক্ষক দম্পতি মৃত্যুর প্রায় ১২ মাস পর নিহত প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুনের কর্মস্থল টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ সম্প্রতি ঘোষণা করা হয়। তবে সেই নিয়োগ পরীক্ষার তারিখও পরির্বতন হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১২ আগস্টের পরিবর্তে আগামী ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ অনুষ্ঠিত হবে।
অভিজ্ঞ মহল মনে করেন, এ নিয়োগ পরীক্ষার তারিখ পরির্বতনের পিছনেও কোন রহস্য থাকতে পারে। এ বিষয়ে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুজ্জামান রানা বলেন,পরীক্ষার তারিখ পরির্বতনের কারণ ম্যানেজিং কমিটি জানেন, আমি কিছু জানিনা। টঙ্গী শহীদ স্মৃতি স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান আজ বিকেলে এ প্রতিবেদককে জানান, এটা শোকের মাস, তাই আমরা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১২ আগস্টের পরিবর্তে আগামী ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ নির্ধারন করেছি। এবং প্রধান শিক্ষক নিয়োগ প্রার্থীদের পরিবর্তিত নতুন তারিখ আমরা জানিয়ে দিয়েছি। তিনি আরও জানান, উক্ত নিয়োগ পরীক্ষায় ২১জন প্রার্থী অংশগ্রহন করছেন।
উল্লেখ্য, স্কুল থেকে নিজেদের প্রাইভেটকারে বাসায় ফেরার পথে পথে গত ১৭ আগষ্ট ২০২২ সন্ধ্যার পর নিখোঁজ হন টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমান মামুন ও তার স্ত্রী টঙ্গীর আমজাদ আলী সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. মাহমুদা আক্তার জলি। পরদিন বৃহস্পতিবার ভোরে গাছা থানাধীন বগারটেক এলাকায় প্রাইভেটকারের ভেতর তাদেরকে অচেতন অবস্থায় পান পরিবারের সদস্যরা। গাড়ির বিষাক্ত গ্যাসের কারণেই গাজীপুরের শিক্ষক দম্পতির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে নিহতের পরিবারের স্বজনদের দাবি ওই শিক্ষক দম্পতির মৃত্যু রহস্যজনক।