
ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর হায়দরাবাদ শহীদ আহসান উল্লাহ মাস্টারের বাড়ির আল আকসা জামে মসজিদের ৫তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শনিবার মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও টঙ্গী আহলে সুন্নাত আল জামাত পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো: নূরুল ইসলাম পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মুসলেম উদ্দিন মুসা, মসজিদের পেশ ইমাম সাদেকুর রহমান, জয়নাল আবেদীন, ফারুক উজ্জামান, মনির হোসেন মনির, আক্তারুজ্জামান, ছলিম সরকার মডেল একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি কাউসার সরকার, যুবলীগ নেতা সোহেল রানা, গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ সভাপতি আরিফুর রহমান পলাশ, এহসানুল আলম, মানিক হোসেন পাঠান প্রমুখ।
