
ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ মঙ্গলবার টঙ্গীস্থ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে মশক নিধন এবং মশাবাহিত রোগ প্রতিরোধকল্পে পরিস্কার পরিচ্ছন্নকরণ কর্মসূচি গ্রহণ করা হয়। প্রধান শিক্ষক শেখ আব্দুস সালামের সভাপতিত্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে এলাকার গুরুত্বপূর্ণ সড়কে সচেতনতা মূলক এক র্যালি অনুষ্ঠিত হয়। প্রতিপাদ্য বিষয় ছিলো-“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি”। সার্বিক তত্ত্বাবধান করেন মোঃ হেলাল উদ্দিন মোল্লা- সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী)। র্যালি পরিচালনায় ছিলেন নিলুফা ইয়াসমিন মনিরা, জিএম আরিফ, মোঃ শামসুল আরেফিন সিদ্দিকী, কণিকা আক্তার, ইশরাত জাহান, মাওলানা ইউসুফ আলী, আতাউল গণি, মোঃ জাহাঙ্গীর আলম খান, মাহফুজুল হক ও নূরুজ্জামান রানা প্রমূখ শিক্ষক মন্ডলী। র্যালিটি বিসিক শিল্প এলাকা প্রদক্ষিণ করে বিদ্যালয় চত্বরে এসে শেষ হয়।
