Daily Gazipur Online

টঙ্গীস্থ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ

ডেইলি গাজীপুর প্রতিবেদক :মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর-২০২০) টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেছেন মো: জিয়াউর রহমান মামুন।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মতিউর রহমান (বিকম),বিশিষ্ট শ্রমিক নেতা আঃ কুদ্দুছ,স্বেচ্ছাসেবক লীগ নেতা মোয়াজ্জেম হোসেন,জতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল,আশরাফ হাইস্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বাবু,যুবলীগ নেতা শাহিন আহম্মেদ মিশু,আ: হালিম মোল্লা প্রমুখ। উল্লেখ্য ইতপূর্বে মামুন প্রধান শিক্ষক হিসেবে গাজীপুরের কালীগঞ্জ,পুনশাহী উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব সুনামের সাথে পালন করেছেন।


যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহ্সান রাসেল এম. পির উপদেশক্রমে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি আলহাজ্ব মতিউর রহমান (বি কম) ও কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে মোঃজিয়াউর রহমান মামুনকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান ও দায়িত্ব গ্রহণ অনুমোদন করেন।