টঙ্গী ক্রিকেট একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু

0
28
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : মাদক মুক্ত সমাজ গড়তে এবং যুব সমাজকে অনলাইন আসক্তি থেকে দুরে সড়িয়ে রাখতে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে টঙ্গীর ক্রিকেট প্রেমীদের প্রানের প্রতিষ্ঠান টঙ্গী ক্রিকেট একাডেমি। মঙ্গলবার দুপুরে স্থানীয় দত্তপাড়া দিঘির পার এলাকায় সংগঠনের নিজস্ব মাঠে টঙ্গী ক্রিকেট একাডেমী কাপ ২০২৪-২৫ টুর্নামেন্টের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।
স্থানীয় সাবেক কাউন্সিলর সফি আহমেদের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি আলমগীর হোসেন দিপুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি।
সংগঠনের সাধারন সম্পাদক রুবেল মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির আহমেদ, সাধারণ সম্পাদক ভিপি আসাদুজ্জামান নুর, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল হক প্রধান সুভেল প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে রনি বলেন, সামাজিক মান উন্নয়নে খেলাধুলার ভুমিকা অপরিসীম। বিনোদন মানব জীবনে অপরিহার্য বিষয়। ফ্যাসিবাদের আমলে টঙ্গী তথা গাজীপুর ক্রীড়া বিমূখ হয়ে পরেছিল। আমরা চায় টঙ্গী ক্রিকেট একাডেমির মাধ্যমে এই অঞ্চল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ বের হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গাজীপুরবাসী তথা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। এসময় সংগঠনের সার্বিক উন্নয়নে পাশে থাকার ঘোষণা দেন মঞ্জরুল করিম রনি।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন টঙ্গী ক্রিকেট একাডেমি ও আশুলিয়া ক্রিকেট একাডেমি। খেলায় আশুলিয়া ক্রিকেট একাডেমি বিজয়ী হয়।
খেলা শেষে বিজয়ী দলের অধিনায়ক সাহাদাত হোসেনের হাতে ম্যাচ সেরা পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here