Daily Gazipur Online

টঙ্গী পশ্চিম থানার এসআই রেজাউল ক্লোজড

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গী পশ্চিম থানার এসআই রেজাউল করিম পাটোয়ারীকে জনস্বার্থে ক্লোজড করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় তাকে ক্লোজড করা হয়।
জানা যায়, গত রোববার স্থানীয় কলাবাগান বস্তী এলাকায় ফেনসেডিল ও ইয়াবা ট্যাবলেট রাখার অযুহাতে সোহেল (২২) নামে এক কলেজ ছাত্রকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠে টঙ্গী পশ্চিম থানা পুলিশের এসআই রেজাউল করিম পাটোয়ারী ও সোর্স আলীর বিরুদ্ধে। পরে এলাকাবাসির তোপের মুখে তাকে ছেড়ে দিয়ে নিজেদের গুটিয়ে কৌশলে সটকে পড়েন তারা। ঘটনাটি নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগন বিষয়টির তদন্ত সাপেক্ষে ওই এসআই-এর বিরুদ্ধে পদক্ষেপ নেন। প্রশাসনের উধ্বর্তন কর্তৃপক্ষ গতকাল জনস্বার্থে তাকে ক্লোজড করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করে।
এবিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. এমদাদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।