ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের উদ্যেগে বৃহস্পতিবার সকালে ৫৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ, নবীন বরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনভর প্রতিষ্ঠানের মাঠে এ অনুষ্ঠান পরিচালিত হয়।
উক্ত প্রতিষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, বিশেষ অতিথি আওয়ামীলীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সদস্য এড. মো. আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এড. মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান মতি।
এছাড়াও উপস্থিত ছিলেন থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রজব আলী, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন,
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক কার্য -নির্বাহী সদস্য,ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বি এফ ইউ জে’র সদস্য নাসির উদ্দীন বুলবুল, মো. জালাল মাহমুদ, সরকার নজরুল ইসলাম বিপ্লব, মো. থানা যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, মাহবুবুল আলম মাষ্টার প্রমুখ।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া ও মো. জাফর উল্লাহ মাষ্টারের সঞ্চালনায় আলোচনা সভা শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণসহ স্কুল ও কলেজে নতুন ভর্তি হওয়া ছাত্র/ছাত্রীদের বরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। বিকেলে স্কুল ও কলেজের ছাত্র/ছাত্রীদের আত্ববিনোদন স্বরুপ এক মনোজ্ঞ সাংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়।