
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে একদল ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. কামরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত আরএফএল এর সিলেট জোনাল ম্যানেজার কামরুল ইসলাম নাটোর জেলার সদর থানার শ্রীকৃষ্ণপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
টঙ্গী পূর্ব থানা সুত্রে জানা যায়, কামরুল ইসলাম ঢাকা থেকে আত্নীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে কলেজগেট এলাকায় গাড়ি থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একদল ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এতে ঘটনাস্থালেই কামরুলের মৃত্যু হয়। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
টঙ্গী পূর্ব থানার আইনশৃংখলার চরম অবনতি ,চুরি, ডাকাতি, ছিনতাই কারী, ধর্ষণ,হত্যা, বেড়ে যাওয়ায় ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রত্যাহার দাবি এলাকাবাসীর।
