টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন

0
65
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : ‘সেবাই আমাদের লক্ষ্য’ এই শ্লোগানকে সামনে রেখে টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে টঙ্গীর উত্তর আরিচপুর হাফিজ উদ্দিন ব্যাপারী রোডের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করেন টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থা। এসময় শতাধিক দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন খাবার সামগ্রী বিতরন করা হয়।
টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সুজন সরোয়ারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আল আমিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, উপদেষ্টা অমল চন্দ্র ঘোষ, খোরশেদ আলম ও দৈনিক যুগান্তরের টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি আনোয়ার হোসেন মাস্টার।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাজিব হাসান আকাশ, সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পলাশ মিয়া, দৈনিক বাংলাদেশ বুলেটিনের টঙ্গী প্রতিনিধি বি এ রায়হান, আমাদের সংবাদ পত্রিকার সাংবাদিক মোস্তফা মিয়া, আনন্দ টিভি সাংবাদিক শাকিল আহমেদ, জেটিভির সাংবাদিক নুরুজ্জামান শেখ প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here