
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গী বাজার পুরাতন লৌহ ব্যবসায়ী মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে কাজী জামাল ও আবুবকর প্যানেল বিজয়ী, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খানকে সংবর্ধনা অনুষ্ঠান বুধবার টঙ্গী বাজার চেয়ারম্যান বাড়ী রোড গাজীপুর মহানগর আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত কমিটির সভাপতি কাজী জামাল সৃষ্টির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিকের পরিচালনায় পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি, বীরমুক্তিযোদ্ধা এড. আজমত উল্লা খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টঙ্গী বাজার পুরাতন লৌহ ব্যবসায়ী মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি হাজী আবুল হোসেন হাওলাদার, সহ সভাপতি আনিসুর রহমান, আলাউদ্দিন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সহ সাধারণ সম্পাদক মো: কাদির মিয়া, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন ভূঁইয়া, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, সহ কোষাধ্যক্ষ জালাল উদ্দিন সরকার, দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম, প্রচার সম্পাদক মনির হোসেন, সহ প্রচার সম্পাদক নূরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সায়েদুল ইসলাম সিকদার, নাট্য ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামাল মিয়া, কার্যকরি সদস্য বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত তোফাজ্জল হোসেন নেতা, কার্যকরি সদস্য আলম মিয়া বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত, বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত আইয়ুব সিকদার।
উল্লেখ্য ইতিপূর্বে তারা গত ৩ বছর ভালো কার্যক্রম করায় এবারও সাধারণ সদস্যরা গোপন ব্যালেটের মাধ্যমে তাদেরকে পুনরায় পুরো প্যানেলকে ভোট দিয়ে বিজয়ী করেন। মোট ভোটার ২৪৯জন, ভোট পড়েছে ২৩৩, জামাল-আবুবকর পরিষদ পেয়েছেন ১৭৯ ভোট, ইসলাম-হযরত প্যানেল পেয়েছেন ৫৩ ভোট।
