Daily Gazipur Online

টঙ্গী-বিমানবন্দর এলাকায় ৭ ছিনতাইকারী গ্রেপ্তার

জাহাঙ্গীর আকন্দ : রাজধানীর টঙ্গী ও বিমানবন্দর এলাকা থেকে ৭ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। সোমবার রাত ৯টায় র‌্যাব-১ এর অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। একই দিন সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শাহ আলম (১৮), হৃদয় হোসেন (২২), রাসেদুল ইসলাম (১৮), সাকিল (২০), রাসেল (২৪), রফিক (২২) ও শেখ ফরিদ (৩৪)।
বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা ও রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের দলনেতাসহ ওই সাতজন সক্রিয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় ধৃত ছিনতাইকারীদের কাছ থেকে সাতটি ছুরা, একটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার এক শ টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব আরো জানায়, রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত হতে রাজধানীতে আগত যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে এ লক্ষ্যে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে র‌্যাব-১ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব।