টঙ্গী সরকারি হাসপাতালে বিয়ের আয়োজন রোগীদের মাঝে চরম ক্ষোভ

0
658
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে হাসপাতালের তৃতীয় তলায় বিভিন্ন বাধ্যযন্ত্র বাজিয়ে আনন্দ করার অভিযোগ পাওয়া গেছে। এতে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। গতকাল শুক্রবার দুপুরে হাসাতালের বাবুর্চি আলী আজগরের মেয়ে সুমি আক্তারের বিয়ে উপলক্ষে এ আয়োজন করা হয়।


জানা যায়, হাসপাতালের বাবুর্চি আলী আজগর হাসাপাতালের ভিতরেই বসবাস করেন। তিনি বাবুর্চির পাশাপাশি দালালির কাজও করে থাকেন। ওষুধ কোম্পানির কোন বিক্রয় প্রতিনিধি হাসপাতালে আসলে তাদের মোটর সাইকেল পার্কিং এর ব্যবস্থা করেন এবং প্রতি গাড়ীর জন্য ১৫০ টাকা করে নিয়ে থাকেন। স¤প্রতি তার মেয়ের বিয়ে ঠিক হয়। এর জন্য তিনি একটি সরকারি হাসপাতালে যেখানে সবসময় শত শত রোগিরা চিকিৎসা নিচ্ছেন। সেই হাসপাতালে নিজের মেয়ের বিয়ের আয়োজন করেছেন। বৃহস্পতিবার বিকাল থেকে হাসপাতালে ভিতরে উচ্চ শব্দে গান বাজনা হচ্ছে। এতে পাশের ওয়ার্ডের রোগীরা অতিষ্ট হয়ে উঠছেন।
হাসপাতালে গিয়ে দেখে গেছে, হাসপাতালের নতুন ভবনের সামনে প্যান্ডেল সাজানো হয়েছে। নীচতলায় বৌভাতের অনুষ্ঠান। হাসপাতালের তৃতীয় তলায় ডেঙ্গু রোগীদের জন্য নির্দিষ্ট ওয়ার্ডের পাশের একটি কক্ষে আয়োজন করা হয়েছে গায়ে হলুদ। সেখান বাংলা হিন্দি গান বাজানো হচ্ছে। গানের তালে তালে ছেলে মেয়েরা নাচও করছে।


হাসপাতালের পুরতন ভবনের দ্বিতীয় তলায় রোগী। আর নীচ তলায় একটি কক্ষে মুরগী রাখা হয়েছে। একটি কক্ষে পিয়াজ, মরিচ ও মসলা বাটার কাজ চলছে। হাসপাতালের বিয়ের আয়োজন রোগীরা যেমন বিরক্ত হচ্ছেন তেমনি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ডেঙ্গু রোগে আক্রান্ত এক রোগীর স্বজন বলেন, এটি হাসপাতাল নাকি কমিউনিটি সেন্টার বুঝতে পারছি না। একটি সরকারি হাসপাতালে ভিতরে বিয়ের আয়োজন করে গান বাজনা করছে। আর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পাশেই ওয়ার্ডে কাতরাচ্ছেন। এখন আমরা হাসপাতাল ছেড়ে যাওয়া ছাড়া আর কোন উপায় নেই।
এব্যাপারে জানতে চাইলে হাসপাতালের পরিচালক কমর উদ্দিন বলেন, আলী আজগর হাসপাতালের একজন স্টাফ। তাই তার মেয়ের বিয়ের আয়োজনের অনুমতি দিয়েছি। তাতে অসুবিধা কি আছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here