অলিদুর রহমান অলি: টঙ্গী সাব-রেজিষ্ট্রি দলিল লিখক ও ষ্ট্যাম ভেন্ডার কল্যান সমিতির নব নির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্ব গ্রহন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার (০৪ ডিসেম্বর) বিকেলে টঙ্গী বাজার সাব-রেজিষ্ট্রি অফিসে এ শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন করা হয়। এ সময় দলিল লিখক ও ষ্ট্যাম ভেন্ডার কল্যাণ সমিতির আহ্বায়ক মো. মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা রেজিষ্ট্রার সাবিকুন নাহার। বিশেষ অতিথি ছিলেন টঙ্গী সাব-রেজিষ্ট্রার মোঃ আবু হেনা মোস্তফা কামাল।
এ সময় নব নির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন বকুলসহ সকল কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ ও ফুলের মালা দিয়ে বরণ করা হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি সাবিকুন নাহার।
প্রধান অতিথি সাবিকুন নাহার বলেন, জাতীয় নির্বাচনের মতো এই সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এবং এই সমিতির নিজস্ব ভবনের জন্য সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এই নির্বাচনে বিজয়ী ও পরাজিত সকলকে এক সঙ্গে মিলে মিশে কাজ করার আহবান জানান।
উল্লেখ, গত ২১ শে নভেম্বর ২০২৪ টঙ্গী সাব – রেজিষ্ট্রি ও ভেন্ডার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিকী নির্বাচনে সঠিক ও সুন্দর ভাবে নির্বাচন সম্পন্ন করেন ৫ সদস্যদের আহ্বায়ক কমিটি। নির্বাচনে সভাপতি পদে মো. জাহাঙ্গীর আলম ও মুরাদ হোসেন বকুলকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
টঙ্গী সাব-রেজিষ্ট্রি অফিস দলিল লেখক ও ষ্ট্যাম ভেন্ডার কল্যাণ সমিতির শপথ গ্রহন
