
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের ২০১৯ সালের এস এসসি পরীক্ষায় জেনারেল শাখায় ২৯০, ভোকেশনাল শাখায় ৮৪জন পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের সফলতা কামনা করে দোয়া ও বার্ষিক মিলাদ মিলাদ অনুষ্ঠান শনিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি সুরুজ্জামান মাষ্টারের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকরি সদস্য, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি, সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ এড. মো: আজমত উল্লা খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ¦ মো: উসমান আলী, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ মো: গিয়াস উদ্দিন সরকার, সাবেক কাউন্সিলর আলহাজ¦ নজরুল ইসলাম, মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ¦ কাজী মোহাম্মদ সেলিম, গাজীপুর জজ কোর্টেরর স্পেশাল পিপি এড. মো: শাহজাহান, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অভিভাবক ফোরামের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম বেপারী, বিদ্যালয়ের প্রভাতী শাখার সহকারী প্রধান জাহান আরা বেগম, দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, কলেজ ইনচার্জ আব্দুল আলীম, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ আলহাজ¦ ইলিয়াস ইব্রাহিম, প্রভাষক রফিকুল ইসলাম, জান্নাত আরা বেগম, আব্দুল হান্নান, নিলিমা আক্তার, আওয়ামীলীগ নেতা মামুন খান, মাসুদ খান প্রমুখ।
আলোচনা সভা শেষে ছাত্রছাত্রীদের সফলতা কামনা করে দোয়া মাহফিল ও ছাত্রছাত্রীদের হাতে প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেয়া হয়েছে।
উল্লেখ্য আগামী ২ ফেব্রæয়ারী ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ থেকে জেনারেল শাখায় ২৯০জন ও ভোকেশনাল শাখায় ৮৪জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
