টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনে ৪৮জন বৃত্তি পেয়েছে

0
284
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় ৪৮জন বৃত্তি পেয়েছে। এরই মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৫জন, জেনার গ্রেডে বৃত্তি পেয়েছে ৪৩জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা তা নিশ্চিত করেছেন। সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান জানান, ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় ৩৯০জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৮৮জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১২১জন। এছাড়াও ভোকেশনাল শাখায় ৮৫জন পরীক্ষা দিয়ে ৮৫জন পাশ করেছে। ভোকেশনাল শাখায় জিপিএ-৫ পেয়েছে ১৭জন। বিদ্যালয়টি ভালো ফলাফল করায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. মো: আজমত উল্লা খান, ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষাক/শিক্ষিকাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীরা জানান, আমরা বৃত্তি পাওয়ার পিছনে সকল অবধান আমাদের বিদ্যালয়ের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান ও সকল শিক্ষক/শিক্ষিকা, অভিভাবকদের অবধান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here