Daily Gazipur Online

টাইমস টোয়েন্টিফোর টিভির অস্ট্রেলিয়া ব্যুরো প্রধান মোহাম্মদ আব্দুল মতিন

ডেইলি গাজীপুর ডেস্ক: সিডনি প্রবাসী সাংবাদিক মোহাম্মদ আব্দুল মতিন টাইমস টোয়েন্টিফোর টিভির অস্ট্রেলিয়া ব্যুরো প্রধান হিসাবে নিয়োগ পেয়েছেন। টাইমস টোয়েন্টিফোর টিভির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইমরুল কায়সার তাকে এই দায়িত্ব প্রদান করেন।
মোহাম্মদ আব্দুল মতিন ১৯৮৯ সালে মুসলিম সাংবাদিকতার পথিকৃত মাওলানা আকরাম খাঁ সম্পাদিত তৎকালীন দৈনিক আজাদ পত্রিকায় যোগদানের মাধ্যমে সাংবাদিকতা পেশার হাতেখড়ি নেন। তারপর তিনি ১৯৯১ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিথযশা সাংবাদিক সৈয়দ মুরতজা আলী (এস এম আলী) সম্পাদিত দি ডেইলি স্টার পত্রিকার গাজীপুর প্রতিবেদক হিসাবে যোগদান করেন।
একই সময় তিনি সাপ্তাহিক অগ্নিসাক্ষী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯৪- ৯৬ সাল পর্যন্ত অধ্যাপক আবুল কালাম আযাদ ও মহিউদ্দিন আহমেদ সম্পাদিত মাটির বাংলা পত্রিকার সহকারী সম্পাদক হিসাবে কর্তরত ছিলেন। ১৯৯৬ সালে মোস্তফা কামাল মহিউদ্দিন সম্পাদিত দৈনিক আবির্ভাব পত্রিকার চিফ রিপোর্টার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে একই গ্রুপ থেকে প্রকাশিত দি ডেইলি ডিসক্লোজার পত্রিকার চিফ রিপোর্টার হিসেবেও দায়িত্ব পালন করেন মতিন।
২০০০-২০০৩ সাল পর্যন্ত তিনি মাগুরা গ্রুপের (বর্তমানে বাংলাদেশ ডেভেলপমেণ্ট গ্রুপ) প্রধান জনসংযোগ কর্মকর্তা পদে এবং দক্ষতার সাথে নর্থ টাউন আবাসিক প্রকল্পের `প্রকল্প প্রধান` হিসেবে দায়িত্ত পালন করেন।
২০০৩ সালে আবদুল মতিন অস্ট্রেলিয়ায় আসার পর প্রথমে ২০১২ সালের প্রথম দিকে অস্ট্রেলিয়ায় থেকে বাংলা ও ইংরেজী ভাষায় বিদেশবাংলা২৪ ডট কম ও পরবর্তীতে একই বছরের শেষের দিকে এবিসি বাংলা ডট নেট নামে দুইটি অনলাইন নিউজ পোর্টালের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
তিনি বর্তমানে সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের (বিজেআরএফ) শিক্ষা ও গবেষণা সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন।