
লাবু খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলে ৫ম শ্রেণীর ছাত্রী (১২) ধর্ষনের ঘটনায় আদালতে অভিযোগ এনে ইউপি সদস্য মুক্তার হোসেনের নির্দেশে মীমাংসা দেখিয়ে অনিয়ম করে বাল্য বিয়ে সম্পন্নের অভিযোগ উঠেছে।
সুত্রে জানা যায়, ধর্ষিতার মা বিচার চেয়ে আদালতে মামলা দায়েরের পর মুক্তার মেম্বার ধর্ষক রাজীবদের সাথে তা মীমাংসা করে।
অনিয়ম করে মীমাংসা পত্রে উল্লেখ করে স্থানীয় মাতব্বর, আইনী ব্যক্তিবর্গ ও চেয়ারম্যানের পরামর্শদানে উভয় পক্ষ শর্তসাপেক্ষে মীমাংসা করেছে। অথচ ইউপি চেয়ারম্যান মোঃ মাজেদ তালুকদার জানান, এ বিষয়ে আমি অবগত নই। মেয়েটা আনমেচুইট। কিভাবে এ কাজ হতে পারে। এ বিষয়ে ধর্ষিতার পিতা জানান, ধর্ষকের সাথে আমরা মীমাংসা করতে চাইনি। মুক্তার মেম্বার ও বাহেজ সরকার এসব করেছে। মামলা বাবদ আমার কাছ থেকে এক লাখ টাকাও নিয়েছে বাহেজ সরকার। বাহেজ সরকার মেয়ের জন্ম নিবন্ধনে বয়স বাড়িয়ে কাগজ বানিয়ে দিতে চেয়েছে।
এর আগে, মাহমুদনগর ইউপির বালিয়াপাড়া আপগ্রেড স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রী(১২) ধর্ষনের ঘটনায়অ ভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেওপুলিশ তাদের গ্রেফতার করেনি। স্থানীয় ইউপি সদস্য মুক্তার হোসেনের সহযোগিতায় খাস চান বয়রা গ্রামের সুলতান গাইয়ানের পুত্র ধর্ষনকারী রাজিব(২২) বহাল তবিয়তে রয়েছে।
জানা যায়, এ ঘটনা ধামাচাপা দিতে সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুলের ভাই শামীম কাজিকে দিয়ে ইউপি সদস্য মুক্তার হোসেন ধর্ষিতার অভিভাবকদের জোরপূর্বক মীমাংসার নামে বাল্যবিয়ে দিতে কাবিন করান। প্রথমে কাবিন করিয়ে পরে তাকে স্ত্রী হিসাবে স্বীকৃতি দেননি ধর্ষক ফরিদ ও তার অভিভাবক। ধরা পড়ার ভয়ে ইউপি সদস্য মুক্তার মেম্বার ও শামীম কাজী কাবিননামা ধর্ষিতার পরিবারের হাতেও দেননি।
উল্টো আরও নির্যাতিত পরিবারকে মুঠোফোনে ইউপি সদস্য মুক্তার হোসেন বলেছে, পুলিশ আসতাছে তদের ধরতে। বাড়ি থেকে পালা তাড়াতাড়ি। তর মেয়েকে ধর্ষনের কথা কাউকে বলবিনা। তাছাড়া, সালিশে বসিয়ে ইউপি সদস্য মুক্তার হোসেনের নির্দেশে পঞ্চান্ন হাজার টাকা ধর্ষিতার পিতার হাতে দেয়া হলে তা গ্রহণ করা হয়নি।
গত শনিবার ৬জুলাই চান বয়রা গ্রামে এ ঘটনায় তদন্তে গেলে ধর্ষিতার পিতা (৪৫) জানান, আমার মেয়ের ধর্ষনের ঘটনা আপনাদের (সাংবাদিকদের) কাছে বলতে নিষেধ করেছে মুক্তার মেম্বার।
ইউপি সদস্য মুক্তার হোসেনের মুঠোফোনে (০১৭১৬-৩০৬৫৪৮) যোগাযোগকালে প্রথমে প্রতিবেদককে বলা হয়, এমন কোনো ঘটনা ঘটেনি।কিন্তু জানা তথ্যের ভিত্তিতে প্রশ্নে ইউপি সদস্য আটকে যান। তখন নিশ্চুপ হয়ে পড়েন।
সেই সাথে শামীম কাজীর মুঠোফোনে(০১৭১২-৯১৫৯৯৮) প্রশ্ন করলে জানান, এই তথ্যও আপনি জেনে গেছেন ভিকটিমের পিতা আরও জানান, ‘মেয়ের ধর্ষনের বিচার চেয়ে আমার স্ত্রী বাদী হয়ে তিন জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন ট্রাঃ আদালতে (সং ২০০৩) এর ৭/৯(১)৩০ ধারায় মামলা দায়ের করেছে।’ মামলাটি কোর্ট (পিবিআই) টাঙ্গাইল পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দেন।
এ মামলার তদন্তকারী আই, ও এস, আই জুলফিকার আলি মুঠোফোনে (০১৭১৭-৬০৯৮৫২)প্রতিবেদককে জানান, ‘মামলাটি তদন্তাধীন রয়েছে।ভিকটিমের মেডিকেল রিপোর্ট পেলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।’এ ঘটনায় মাহমুদনগর ইউপি চেয়ারম্যান মোঃ মাজেদ তালুকদার দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।তিনি জানান, ‘আমি তীব্র নিন্দা প্রকাশ করছি। ধর্ষনকারীদের হয়ে যারা কাজকরছেন তাদের পরিণতি ভালো হবেনা।’
সুত্র জানায়, গত ২৫জুন ৫ম শ্রেনীর ছাত্রী (১২) কে সন্ধ্যায় নিজ বাড়িতে ছাগল ঘরে দেয়ার সময় মুখ চেপে ধরে হাত-পা বেঁধে জোরপূর্বক পাটক্ষেতে নিয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে খাস চান বয়রা গ্রামের সুলতান গায়েনের বখাটে ছেলে রাজিব(২২) এর বিরুদ্ধে।
তবে ধর্ষনকারী রাজীব বার বয়সী কিশোরী কে ধর্ষন করার পর ইউপি সদস্যের নিয়ন্ত্রণে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে যা ওই এলাকায় বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে।ধর্ষিতা জানান, রাজিব আমাকে মুখ চেপে ধরে ওই সন্ধ্যায় পাটক্ষেতে নিয়ে আমার হাত-পা বেঁধে জোরপূর্বক ধর্ষন করে।খোঁজাখোঁজি করে আমার বাবা ও চাচা আমাকে ওর কাছ থেকে উদ্ধার করে।
