
লাবু খন্দকার,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউপির মাকোরকোল পশ্চিম পাড়াতে পিতার লালসায় (যৌন মিলনে) নিজের ঔরসজাত মেয়ের গর্ভে বাচ্চা ধারণ করলে প্রকাশের পর তা দাদীর নির্দেশে এমব্রোশ করে নষ্ট করার অভিযোগ উঠেছে।
জানা যায়, নবম শ্রেণীর ছাত্রীকে তার নির্লজ্জ পিতা (৪৫) রোজ রাতে মেয়েকে তার সাথে আপত্তিকর কাজে বাধ্য করাতো। মেয়েটির মা জীবিত না থাকায় তার পিতার সাথে একঘরে বসবাস করার সুবাধে তাকে নিয়মিত আপত্তিকর কাজে লিপ্ত করাতো। মেয়েটির দাদী ব্যাপক আক্ষেপে জানান, এ ঘটনা শুনার আগে আমার মরণ হলো না কেন। মেয়েটি ওর শয়তান বাপের কুকর্মের কথাগুলো যদি ভয় না পেয়ে
সাধে সাথে আমাকে বলতো তবে ওকে আমি তার বোনের বাড়ি পাঠিয়ে দিতাম। ৪/৫মাস বাপ-বেটি মিলে কুকাম করে বাচ্চ্ গর্ভে নিয়ে সমাজে ও ইসলামের দৃষ্টিতে বিশাল পাপে জর্জড়িত হয়ে পাপের পাহাড় গড়েছে। ঘটনার কয়েকমাস পর আমাকে আমার নাতনী তার বাপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলে অভিযোগের সত্যতা পাই। স্থানীয় হাসপাতালে ব্যাপারটা জানালে কর্তব্যরত ডা: মেয়েটির পেটে পরীক্ষাকালে পূর্ণাঙ্গ বাচ্চা সনাক্ত করেন। তার এ পাপের ফসল এতটাই ভারী যে,
গর্ভের সন্তান এমব্রোশ করে নষ্ট করা হয়। এ ঘটনা সম্প্রতি মেয়েটির দাদীর কাছে জানালে তা এক কান দু কান করে গ্রামজুড়ে বিতর্কিত ও ধিক্কারজনক আলোচনার ঝড় সামাজিকভাবে বইতে থাকে। মাকোরকোল বাজারে এক মহিলা চায়ের দোকানদার জানান, এ ঘটনা জানা জানির পর থেকে মেয়েটি গ্রাম ছেড়ে শহরে তার বড় আরেক বোনের বাসায় চলে গেছে। স্কুলে নিয়মিত যায় না সে। নিজ কন্যাকে ধর্ষণকারী আব্দুল নীরবভাবে বাড়িতে আবার হঠাত চোরের মত দু/চার মিনিট বাজারে বসে তড়িঘড়ি বাড়িতে চলে যায়। এ লোমহর্ষক ঘটনায় তার বিরুদ্ধে আদালতে কিংবা থানায় লিখিত অভিযোগকারী না থাকলেও সমাজে বিবেকের আদালতে অভিযোগকারীর পাল্লা ভারী। তবে এ বিষয়ে ধর্ষক আব্দুলের কাছে জানতে গেলে তার কোনো জবানবন্দী পাওয়া যায়নি।ধর্ষিতার স্থান পরিবর্তন করায় তাকেও পাওয়া যায়নি। নীরব ধর্ষন বৃদ্ধি প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ তথ্যটি নিশ্চিত করেছে। তারা জানান, এমন পাপজনক ঘটনা পৃথিবী ধ্বংশের আলামত। যা কারও কাম্য নয়। আবার কোনো অভিযোগকারীও নেই।
ধর্ষিতার সহপাঠী ও শিক্ষকরা জানান, এক মাস যাবত ও অনিয়মিত একদিনো স্কুলে আসেনি।
