

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে পরিচয়ের সূত্র ধরে গাজীপুরের টঙ্গীতে এক পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজহারে বাদী অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসামি পূর্ণর সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। গত ১২ নভেম্বর বিকেলে তাকে চাকরির আশ্বাসে ডেকে ধর্ষণ করা হয়। গ্রেপ্তার তিন আসামির মধ্যে দুজনের বিরুদ্ধে ধর্ষণ এবং এক নারীর বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার আভিযোগ করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট আইনে মামলা করার পর ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
