
ঠাকুরগাঁও প্রতিনিধি:করোনা দুর্যোগে স্বাস্থ্যবিধি মেনে ও দূরত্ব বজায় রেখে গণপরিবহণ চালু করে সরকার। কিন্তু ঠাকুরগাঁওয়ে সরকারি নির্দেশনাকে তোয়াক্কা না করে গণপরিবহণে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে। তাই সদর উপজেলা নির্বাহী অফিাসার আব্দুল্লাহ্-আল-মামুন আন্তঃপরিবহণের একটি বাসকে আটক করে বাসচালককে অর্থদন্ড প্রদান করেন।
বুধবার (০৭ জুলাই ) বিকাল সোয় ৫ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার সত্যপীড় ব্রিজে এক আন্তঃ জেলা পরিবহণে অধিক যাত্রি তোলার দায়ে ভ্রাম্মমান আদালত পরিচালনা করে গাড়ি চালককে অর্থদন্ড প্রদান করা হয়।
এ সময় বাস চালক মহানন্দ (৩৬) কে দুই হাজার টাকা আর্থিক জরিমানা করা হয় ।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর থেকে ছেড়ে আসা বসাক নামক একটি গাড়ি পঞ্চগড় যাচ্ছিল বাসটিতে নির্ধারিত ছিটের চেয়ে অধিক মানুষ বহন করার জন্য বাস চালককে অর্থদন্ড প্রদান করা হয়ছে। এধরণের অভিযান জন্যস্বার্থে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
