ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও পতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

0
341
728×90 Banner

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও: নোয়াখালির সুর্বন্যচরে ঘটে যাওয়া গৃহবধু গণধর্ষন কারীদের দৃস্টান্ত মুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও পতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১ টায় শহরের চৌরাস্তায় নির্যাতন বিরোধি ছাত্র জনতা প্রায় ঘন্টাব্যপী
মানববন্ধন ও পতিবাদ সমাবেশ কর্মসুচি আয়োজন করেন।
উপস্থিত ছিলেন সাবেক জেলা ক্রীয়া অফিসার ও নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আবু মুহিউদ্দিন, জেলা উদিচি সভাপতি সেতারা বেগম, সাধারন সম্পাদক অমল কুমার টিকু, সাংবাদিক ছাত্র ছাত্রীসহ অন্যরা।
এ সময় ব্যক্তারা বলেন, নোয়াখালির সুর্বন্যচরে ঘটে যাওয়া গৃহবধু গণধর্ষন কারীদের দৃস্টান্ত মুলক শাস্তির দাবী করেন এবং সেই সাথে আরও বলেন আরযেন কোন মা বোন এমন ঘটনার শিকার না হন। অবরাধীরা কোন দল বা গোষ্ঠী থাকতে পারে না।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here