
মামুনুর রশিদ (মামুন),ঠাকুরগাঁও অফিসঃ মরণঘাতী করোনা ভাইরাসের আতংকে মানুষ যখন নিস্তব্ধ হয়ে ঘরের ভিতরে বন্দী। তখনি করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের ভয়কে উপেক্ষা করে দেশের এ দূর্যোগ ময় মূহুর্তে সংবাদ কর্মীরা প্রতিনিয়ত দেশের জন্য কাজ করে যাচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত ছুটছেন তথ্যের সন্ধানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এ অবস্থায় চরম স্বাহ্য ঝুঁকিতে আছেন সংবাদ কর্মীরা। মহামারী করোনা যুদ্ধে সাংবাদিক যোদ্ধাদের ঝুঁকি মুক্ত রাখতে ও স্বাহ্য সুরক্ষা নিশ্চিত করতে ঠাকুরগাঁওয়ে কর্মরত ১০ জন সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মাঝে করোনা ভাইরাস সুরক্ষার পিপিই,মাস্ক ও হান্ডসেনটাইজার বিতরণ করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভূল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টুো। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক বাংলা টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মামুনুর রশিদ (মামুন),সাংবাদিক সুজন আলী,দৈনিক দেশের বার্তার প্রতিনিধি আসিফ কামাল,দৈনিক অন্য দিগন্তের প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাপ্পি, দৈনিক ঘোষণা ও এল টিভি ২৪ এর প্রতিনিধি মাসুদ রানা ও সাংবাদিক জহিরুল ইসলাম প্রমুখ। পিপিই বিতরণের সময় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টুো বলেন, করোনা ভাইরাসের দূর্যোগময় মুহুর্তে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ পরিবেশন করছেন। মহামারী এ করোনা যুদ্ধে সাংবাদিকদের স্বাহ্য সুরক্ষার জন্য আমার ব্যক্তিগত উদ্যোগে কিছু সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ করলাম। ঠাকুরগাঁওয়ে কর্মরত সকল সাংবাদিকদের জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সব সময় সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে।
সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ (মামুন) বলেন,সারা দেশে সংবাদ কর্মীরা যে ভাবে জীবনের ঝুঁকি নিয়ে এ মহামারীর মধ্যে কাজ করছেন তা সত্যিই অতুলনীয়। এ দূর্যোগময় মুহুর্তে সংবাদ কর্মীদের পাশে এভাবে কেউ সাহস যোগালে আমরা করোনা যুদ্ধে জয়ী হবো।
