ঠাকুরগাঁওয়ে ১০টি কলেজের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে ছাত্রলীগ

0
221
728×90 Banner

মাসুদ রানা পলক,ঠাকুরগাঁও : বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক গোলাম রব্বানির জন্মদিন উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দুই হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গনির উদ্যোগে ১০টি কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
ঠাকুরগাঁও সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সালন্দর ডিগ্রী কলেজ, ভুল্লী ডিগ্রী কলেজ, গড়েয়া ডিগ্রী কলেজ, শিবগঞ্জ ডিগ্রী কলেজ, রুহিয়া ডিগ্রী কলেজ, পীরগঞ্জ ডিগ্রী কলেজ, রাণীশংকৈল ডিগ্রী কলেজ, নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজে ২ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
সরকারি মহিলা কলেজের শহীদ মিনার চত্বরে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস.এম রফিকুল ইসলাম। এসময় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গণি সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পর্যায়ক্রমে জেলা ১০টি কলেজে ২শ করে বিভিন্ন প্রজাতির দুইহাজার গাছের চারা বিতরণ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এছাড়াও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানির লেখা ‘ছাত্রলীগের ঐতিহাসিক অর্জন’ বইটি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here