ডাকাতি করতে গিয়ে কারাগারে ৩ পুলিশ সদস্য

0
100
728×90 Banner

মোঃরফিকুল ইসলাম মিঠু (উত্তরা) ঢাকা : রাজধানীর বিমানবন্দর এলাকায় মধ্যরাতে ডাকাতি করতে গিয়ে থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন তিন কনস্টেবল। তাঁরা পিএমও শাখার মিরপুর বিভাগে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
এই ঘটনায় বিমানবন্দর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছেন। গত ১ এপ্রিল রাত ১২টার দিকে ওই ঘটনা ঘটে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন,রবিউল ব্যাপারী (২৭), মো. আজাদ (২৪) ও উজ্জ্বল চন্দ্র বর্মণ (২৫)। তাঁদের কাছ থেকে একটি হাতকড়া, লেজার লাইট ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার পরিদর্শক (অপারেশন) শফিকুল ইসলাম। তিনি বলেন, ডাকাতির প্রস্তুতিকালে তিন কনস্টেবলকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, সংঘবদ্ধ ডাকাত চক্রের সঙ্গে তাঁদের ঘনিষ্ঠতা রয়েছে। অভিযানের সময় ডাকাত চক্রের কয়েকজন একটি মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়।
তিন পুলিশ কনস্টেবলসহ নয়জনের নাম উল্লেখ করে বিমানবন্দর থানায় মামলা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here