ডাকাতি-চাঁদাবাজি-ধর্ষণের বিচারের দাবিতে টঙ্গীতে বিক্ষোভ

0
32
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: দেশব্যাপী খুন, ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজিসহ ঘটে যাওয়া সব অপরাধের বিচারের দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর, ছাত্র-জনতা ও শ্রমিকবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত মিছিলটি মহাসড়ক অবরোধ করে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় টঙ্গীর কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সামনে থেকে কয়েক শ শিক্ষার্থী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে।মিছিলটি কলেজ গেট প্রদক্ষিণ করে আবারও সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক কিছুক্ষনের জন্য অবরোধ করে। মিছিলে ডাকাতি, খুন, ছিনতাই, ধর্ষণসহ ঘটে যাওয়া সব অপরাধের বিচার দাবি করা হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের সদস্যসচিব মহসিন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আকাশ ঘোষ, নাজমুল ইসলাম সরকার, আকাশ খান প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here