
ডেইলি গাজীপুর প্রতিবেদক: স্বাস্থ্য মন্ত্রণালয়সহ স্বাস্থ্যসেবা বিভাগ ও অন্যান্য সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের আসন্ন ঈদুল আজহার ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। ডেঙ্গু পরিস্থিতির কারণে তাঁদের ছুটি বাতিল করে নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতির কারণে আসন্ন ঈদের ছুটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের ঢাকার বাইরে যেতে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে। এ ছাড়া স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। ভারপ্রাপ্ত সচিব বলেন, প্রতিদিনই নতুন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসকরা সাধ্যমতো চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। এ পরিস্থিতিতে যেসব চিকিৎসক ট্রেনিংয়ে আছেন, তাঁদের ট্রেনিং থেকে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে ভ‚মিকা রাখতে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আসন্ন ঈদুল আজহার ছুটি নিরুৎসাহিত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের আবাস ও কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ‘ডেঙ্গু প্রতিরোধ, বন্যা পরিস্থিতি মোকাবিলা ও গুজব প্রতিরোধ সংক্রান্ত একটি পর্যালোচনা সভায়’ এসব সিদ্ধান্ত হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, এ মুহূর্তে সবচেয়ে বড় ইস্যু হলো ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা তিন হাজার ৮৪৭ জন। এ পর্যন্ত ১৩ হাজার ৭৩৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন নয় হাজার ৭৪০ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন তিন হাজার ৮৪৭ জন। সভায় উপস্থিত স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দেওয়া তথ্য তুলে ধরে শেখ মুজিবুর রহমান বলেন, সরকারি তথ্যমতে, এ পর্যন্ত মৃতের সংখ্যা আটজন। তবে কিছু ক্রিটিক্যাল রোগী আছে, সেজন্য তিনি বলেছেন, এ সংখ্যা আরও বাড়তে পারে। আমাদের সিদ্ধান্ত হয়েছে, বিষয়টা নিঃসন্দেহে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেজন্য সরকারি যেসব অফিস-আদালত আছে, আমাদের সব কর্মকর্তা-কর্মচারী, তাদের নির্দেশনা দেওয়া হয়েছে তারা নিজ নিজ উদ্যোগে কর্মস্থল, আবাসন এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব হয় যে সোর্স থেকে, সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা যাবে বলে জানান শেখ মুজিবুর রহমান। সরকারি চাকুরেদের ঈদের ছুটি নিতে নিরুৎসাহিত করেছে সরকার। ঈদের ছুটির ব্যাপারে আমরা স্ট্রংলি, ঈদের ছুটি তো একটা ধর্মীয় অনুষ্ঠান। তারপরও আমরা ঈদের ছুটি সব কর্মকর্তাকে ঢাকায় উপভোগ করার জন্য উৎসাহিত করছি এবং ছুটি না নেওয়ার জন্য নিরুৎসাহিত করেছি। কোনো কোনো ক্ষেত্রে ছুটি ক্যান্সেল করা হয়েছে। যেমন- স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগে যেসব কর্মকর্তা সংশ্লিষ্ট তাদের ছুটি বাতিল করা হয়েছে। আশা করবো, আমাদের প্রশাসনের কর্মকর্তারা যথাসম্ভব ঢাকাতেই ঈদ করবেন- এ রকম একটা নির্দেশনা। ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব। ডেঙ্গু মহামারী ঘোষণা করা হবে কিনা- প্রশ্নে তিনি বলেন, যখন একেবারেই ম্যানেজমেন্টের বাইরে চলে যায়, এ রকম পর্যায়ে এখনও আসেনি। কোনো স্থানে ব্যবস্থাপনার বাইরে চলে গেছে, এ রকম কোনো তথ্য নাই। সভায় চিকিৎসকের স্বল্পতার বিষয় আলোচনায় এসেছে জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বলেন, যে সব চিকিৎসক বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে আছেন, তাদের প্রশিক্ষণ বাতিল বা স্থগিত করে চিকিৎসা সেবায় নিয়োজিত করা হবে। হাসপাতালে জায়গা ও বেডের স্বল্পতা দূর করতে যেসব হাসপাতাল এখন ব্যবহার হচ্ছে না, সেগুলো সঠিকভাবে ব্যবহারের জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে স্কাউটের সমন্বয়ে ঢাকা দক্ষিণ এবং উত্তরে টিম গঠন, শিক্ষা মন্ত্রণালয় থেকে ডেঙ্গু প্রতিরোধ ও গুজব ছড়ানোর বিষয়ে জনসচেতনতা বাড়ানোর জন্য পরিপত্র জারি করা হয়েছে বলে সভায় জানিয়েছেন শিক্ষাসচিব। শিক্ষা মন্ত্রণালয় থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের অফিস এবং আবাসস্থল পরিষ্কার রাখার ব্যবস্থা রাখবেন। ডেঙ্গু চিকিৎসার ফি নিয়ে কথা হয়েছে কিনা- প্রশ্নে মুজিবুর রহমান বলেন, সাধারণ ডেঙ্গুর ইনভেস্টিগেশন যেটা হয় সেটা অনেক বেশি, দুই থেকে আড়াই হাজার টাকা। এটা কমিয়ে সর্বোচ্চ ৫০০ টাকা এবং মোট এক হাজার ৪০০ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এটা স্বাস্থ্য বিভাগ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উদ্যোগ যে আমাদের কনসার্ন মিনিস্ট্রির আরও তৎপর হওয়া এবং তাদের গৃহিত ব্যবস্থা জানা, সরকারের পক্ষ থেকে নির্দেশনাগুলো দেওয়ার জন্য এ সভার আয়োজন; জানান মুজিবুর রহমান। সিটি করপোরেশনের ডেঙ্গুর ওষুধের কার্যকারিতা নিয়ে আলোচনায় এসেছে জানিয়ে তিনি বলেন, নির্দেশনা দেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়ার। সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসককে ডেঙ্গু, গুজব, বন্যা নিয়ে যথাযথভাবে প্রতিকারমূলক ব্যবস্থা বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য অনেক আগেই প্রশাসনের সব স্তরে নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি ইতোমধ্যে উন্নতি হচ্ছে সব জায়গায়। এখন পুনর্বাসনের জন্য ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
