ডেঙ্গু প্রতিরোধে উত্তরায় জন সচেতনতামূলক র‌্যালী

0
278
728×90 Banner

মোঃ শাহজালাল দেওয়ান : ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে রাজধানীর উত্তরা আবদুল্লাপুরে জনসচেতনতামূলক পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘পরিষ্কার পরিচ্ছন্নতা অব্যাহত রাখুন, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তুলুন’-এ স্লোগানকে সামনে রেখে উত্তরা মমতাজ উদ্দিন বিজনেস ম্যানেজমেন্ট কলেজের উদ্যোগে সোমবার দুপুরে এ সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজের শতশত ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী অংশগ্রহন করেন। র‌্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর, মালেকাবানু উচ্চবিদ্যালয়, আইচি হাসপাতাল এলাকাসহ উত্তরার বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে কলেজ এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ নাসির উদ্দিন বাবুল সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর আফছার উদ্দিন খান। এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মুক্তা, রফিকুল ইসলাম, আব্দুস সালাম প্রমুখ।
র‌্যালি শেষে উত্তরা মমতাজ উদ্দিন বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন বাবুল বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা যাই করি না কেন কিছুই কাজে আসবে না, যদি আমরা সচেতন না হই। সেজন্য সচেতনতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এ ধরনের কার্যক্রম পরিচালনা করছি। এডিস মশার ব্যাপারে আমাদের সবাইকে সচেতন হতে হবে। ময়লা-আবর্জনা ও নোংরা পরিবেশ যেনো আশেপাশে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here