ড. এম. এ. ওয়াজেদ মিয়া স্বর্ণপদক প্রদান ও ঢাকা মহানগর কমিটির পরিচিতি

0
423
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ):প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বামী ও উপমহাদেশের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত “মহান বিজয় দিবস উদযাপন, ড. এম. এ. ওয়াজেদ মিয়া নবম আন্তর্জাতিক স্বর্ণপদক প্রদান ও ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) কমিটির পরিচিতি পর্ব-২০১৯” শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।
ড. এম.এ. ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি এ.কে.এম. ফরহাদুল কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্দিক হোসেন চৌধুরী, কনট্রোলার অব একাউন্টস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট।
প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিক হোসেন চৌধুরী ১৯৭৫’র নির্মম হত্যাকান্ডের পরবর্তী দিনগুলির কথা স্মরণ করে বলেন, ড. এম.এ. ওয়াজেদ মিয়া আজীবন জাতির জনকের আদর্শ লালন করতেন এবং তার সুযোগ্য কন্যাকে সর্বপ্রকার বিপদ-আপদে আগলে রাখতেন।
সভাপতির বক্তব্যে এ.কে.এম. ফরহাদুল কবির ড. এম. এ. ওয়াজেদ মিয়াকে বাংলাদেশের জাতীয় বিজ্ঞানী ঘোষণা করার এবং রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের নাম ড. এম. এ. ওয়াজেদ মিয়ার নামে নাম করণ করার দাবি রাখেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here