Daily Gazipur Online

ঢাকায় আসছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন

ডেইলি গাজীপুর আর্ন্তজাতিক: জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন আগামি মাসে ঢাকায় আসছেন। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োন ঢাকা সফর করবেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন। রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদে বাংলাদেশ তাকেদু ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রী। এ সময় তিনি বলেন, আগামি জুলাই মাসে দক্ষিণ কোরিয়া থেকে উচ্চ পর্যায়ের ব্যাক্তিরা বাংলাদেশ সফরে আসছেন। আগামি ৮-১১ জুলাই জলবায়ু পরিবর্তন বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক। এছাড়া আগামি ১৩- ১৫ জুলাই দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োন ঢাকা সফর করবেন। এটা আমাদের জন্য সৌভাগ্য। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এর আগে ২০১১ সালে জলবায়ু বিষয়ক এক সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন।