Daily Gazipur Online

ঢাকা উত্তর সিটি নির্বাচনে বেহেলা প্রতীকে কাজ করায় প্রতিপক্ষের হামলা ও প্রান নাশের হুমকী

ডেইলি গাজীপুর বিনোদন: ঢাকা উত্তর সিটি নির্বাচনে বেহেলা প্রতীকে কাজ করায় প্রতিপক্ষের হামলা ও প্রান নাশের হুমকী দিয়েছে। এর জের ধরে তুরাগ থানার ধউর এলাকায় প্রতিপক্ষের লোকজনের হামলায় মামুন হোসেন নামের এক যুবক আহত হয়েছে। গুরুতর আহত মামুন কে টঙ্গী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত যুবক জানায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মহিলা সংরক্ষিত আসনে বেহেলা প্রতীক নিয়ে আয়েশা সুলতানার পক্ষে নির্বাচনী প্রচারনা করার সময় একই এলাকার আলামিন ও তার সহযোগীদের সাথে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কিল ঘুষি মারে। এই সময় তারা যাবার সময় তাকে প্রান নাশের হুমকী দিয়ে যায়। এরই জের ধরে গত রোববার মামুন তার বাড়ি থেকে রাস্তায় বের হলে পূর্ব থেকে ওঁত পেতে থাকা আলামিন ও তার সহযোগীরা তার ওপর অর্তকিত হামলা চালায়। এ সময় তারা তাকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। তার চিৎকারে এলাকায় লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্ততি চলছে।