ঢাকা শহরকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হবে — আতিকুল ইসলাম

0
206
728×90 Banner

এস.এম.মনির হোসেন জীবন : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, আমি মেয়র নির্বাচিত হলে ঢাকা শহরকে একটি পরিকল্পিত সুন্দর, আধুনিক, সুস্থ, সচল, মানবিক ও একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হবে।
আতিকুল ইসলাম বলেন, বিগত ৯ মাসে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, আপনারা যদি আমাকে আরেকবার নৌকা মার্কায় ভোট দিয়ে মেয়র হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি ঢাকা শহরকে একটি পরিকল্পিত ও আধুনিক শহরে রূপান্তিত করবো ইনশাআল্লাহ্।
শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে শাহআলী মাজারের প্রশাসনিক ভবনের সামনে থেকে নির্বাচনী প্রচার-প্রচারনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যানজট এবং জলজট। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করার অভিজ্ঞতা আমার আছে। আমি সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।
তিনি বলেন, আমি মেয়র হিসেবে নির্বাচিত হলে আশা করি যানজট ও জলজটমুক্ত একটি সুন্দর ঢাকা উপহার দিতে পারবো নগরবাসীকে।
আতিকুল ইসলাম নারী ভোটারদের উদ্দেশে বলেন, নারীরা যাতে অবাধে চলাফেরা করতে পারে, এজন্য পুরো শহরে আমরা প্রায় ৪৮ হাজার এলইডি লাইট লাগানোর পরিকল্পনা নিয়েছি। আমরা স্মার্ট সিটি করতে চাই।
নগরবাসির উদ্দেশে আতিকুল ইসলাম বলেন, বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন সমস্যা আছে, আমরা ওয়াার্ড ভিত্তিক সেসব সমস্যার সমাধান করব। পাশাপাশি মেয়র থেকে কাউন্সিলর সবারই জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।
এসময় নির্বাচনী প্রচারনাকালে ঢাকা মহানগর আওয়ামীলীগ উত্তর, মিরপুর শাহআলী থানা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ সহ সহযোগী অংগ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিটের নেতাকর্মী,ভোটার ও সমর্থকরা এসময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here