
ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঢাকা-১৮ আসনের উপ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে আজ বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত আলহাজ্ব হাবীব হাসানের নৌকা প্রতিকের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল সহ ঢাকা মহানগর উত্তর যুবলীগের বিভিন্ন নেতাকর্মীরা।
এসময় বাংলাদেশ যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ঢাকা ১৮ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব হাবিব হাসানকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহবান জানান।
