

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে কেজিতে তরমুজ বেচাকেনাকে কেন্দ্র করে দ্বন্দ্বে মৌসুমি ফল ব্যবসায়ী এনামুলকে মারধরের অভিযোগে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক নেতাকে দল থেকে অব্যাহতি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার রাতে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি পাওয়া রমিজ উদ্দিন সৈকত (৩০) গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক। তিনি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামের বাসিন্দা।
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদককে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে অব্যাহতিপ্রাপ্ত নেতার সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশ দেওয়া হয়।
অভিযুক্ত রমিজ উদ্দিন সৈকত বলেন, আমি ব্যবসায়ীকে মারধর করিনি। স্থানীয় একটি মহল সাংবাদিকদের কাছে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
তিনি দাবি করেন, ওই ব্যবসায়ী তরমুজ মেপে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। এর প্রতিবাদ করলে ওই ব্যবসায়ী আমাকে মারধর করেছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর বাজারে মৌসুমি ফল ব্যবসায়ী এনামুল হক মুন্সির দোকানে তরমুজ কিনতে যান ওই নেতা। এ সময় কেজিতে তরমুজ বিক্রির ঘটনায় বিবাদে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দোকানি এনামুল ওই ছাত্রদল নেতাকে অপমান করলে, পরবর্তীতে লোকজন নিয়ে এসে মারধর করেন দোকানিকে। পরে দোকানি এনামুল ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
