
রাজনৈতিক প্রতিবেদক : গতকাল বাংলাদেশ তরীকত ফেডারেশন ফেডারেশন (বিটিএফ) এর চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি স্বাক্ষরিত পত্রে উল্লেখ করেছেন, “অভিজ্ঞতা ও আন্তরিকতার কথা বিবেচনা কওে দলের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে, দলীয় গঠন তন্ত্রেও ধারা-২৩(ক) ধারা অনুযায়ী চেয়ারম্যানকে দেওয়া প্রদত্ত ক্ষমতাবলে বাংরাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) এর কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব পদ থেকে আলহাজ¦ মাওলানা ডাঃ সৈয়দ আবু দাউদ মছনবী হায়দারী শাহ্ সাহেবকে পদোন্নতি দিয়ে ভাইস চেয়ারম্যান করা হয়”।
এদিকে ভাইস চেয়ারম্যান পদোন্নতির খবরে, দলের তৃনমূল নেতাকর্মীরা খুশির আমেজে সোস্যাল মিডিয়ায় দলের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নানান ভাবে পোস্ট দিয়েছেন। তরীকত নেতা মোঃ মিজানুর রহমান জানিয়েছেন যে,“দলটিতে সঠিক সময়ে দলের চেয়ারম্যান মহোদয়ের সঠিক সিদ্ধান্তে তৃনমূল তরীকত প্রেমীদের মধ্যে ঐক্য বৃদ্ধি পাবে ও আগামীতে তরীকত এর বৃহত্তর ঐক্য তৈরী হবে বলে আশা করছি।”
