তাঁর শুভ জন্মদিন

0
8
728×90 Banner

লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বিশ জানুয়ারি তাঁর শুভ জন্মদিন
ছত্রিশ বছর যুগলবন্দী স্মৃতি অমলিন,
সুখে-দুঃখে অগ্রযাত্রায় এক সাথে
এগিয়ে যাচ্ছি প্রতিনিয়ত সফলতার পথে।

নাম তার মুর্শিদা গনি
উত্তম তার স্বভাব খানি,
হৃদয়ে স্নেহ মমতায় ভরপুর
জন্ম তার ঐতিহাসিক গাজীপুর।

গর্ভে ধারণ করেছে রত্নের মতো তিন সন্তান সে
দুই ছেলে এক মেয়ে চিকিৎসক প্রত্যেকে,
দেশকে দিয়েছে ত্রিরত্ন উপহার
তাঁর প্রতি আমি কৃতজ্ঞ বারবার।

পেয়েছে রত্নগর্ভা মা পুরস্কার
গড়েছে সুখী- সুন্দর সংসার।
সে আমার প্রাণের প্রিয়জন
তাঁকে ভালোবাসি সদা-সর্বক্ষণ।

মোদের প্রেম-প্রীতি অদৃশ্য অন্তরে
নিশ্চয় অটুট থাকবে আদি-প্রান্তরে,
তাঁর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা
পূরণ হোক তাঁর মনের সব ইচ্ছা।

পরিচিতি: লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(শিক্ষক, কবি, গবেষক, প্রাবন্ধিক ও সংগঠক)
উপদেষ্টা, কবি সংসদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here