Daily Gazipur Online

তানোরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

স্বপন,তানোর(রাজশাহী) প্রতিনিধি :রাজশাহীর তানোরে খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।আজ সোমবার (১৬ মে) সকাল ১০টায় উপজেলার মানিককন্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুটির নাম মাহী খাতুন (৩)। সে তানোর উপজেলার বাজে চাঁন্দুড়িয়া এলাকার মাইনুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, শিশু মাহী তার বাবা-মার সঙ্গে একই উপজেলার মানিককন্যা এলাকায় খালার বাসায় বেড়াতে আসে। সকালে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলতে যায় সে। খেলাধুলার একপর্যায়ে সে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। সঙ্গী শিশুদের চিৎকারে আশেপাশের লোকজন এসে পুকুর থেকে মাহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া শিশু মাহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।