Daily Gazipur Online

তানোর এ টিসিবির খাদ্য সামগ্রী বিতরণ এর শুভ উদ্বোধন

স্বপন,তানোর(রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে টিসিবির খাদ্য সামগ্রী বিতরণ এর শুভ উদ্বোধন হয় আজকে।
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে রাজশাহীর তানোরে গরীব ও স্বল্প আয়ের মানুষের জন্য ”ফ্যামিলী কার্ডের” মাধ্যমে প্রথম ধাপে তালন্দ ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২০ মার্চ) সকাল ১১.৩০মি: টায় তালন্দ ফুটবল মাঠে ভতুর্কি মূল্যে ‘ফ্যামিলী কার্ডের’ মাধ্যমে এই টিসিবির পণ্য বিতরণ করা হয়।
পবিত্র রমজান মাস উপলক্ষে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বার্হী অফিসার (ইউএনও) পংকোজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে, ভতুর্কি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ-উদ্বোধনী করেন স্থানীয় সাংসদ প্রতিনিধি ও তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ লুৎফর হায়দার রশিদ ময়না।
এ সময় আরো উপস্থিত ছিলেন তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, তানোর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, কাউন্সিলর তাসির উদ্দিন, কাউন্সিলর জনি প্রমুখ।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশের নিম্ন আয়ের মানুষদের জন্য ভুর্তুকি মুল্যে ১ কোটি পরিবারের মাঝে সাশ্রয়ীমূলে খাদ্য সামগ্রী প্রদানের উদ্যোগ গ্রহন করেন।
রোববার প্রথম দফায় ২ লিটার তেল, ২ কেজি চিনি ও ২ কেজি ডাল,মোট ৪৬০ টাকায় কার্ডধারীদের মধ্যে প্রদান করা হচ্ছে।
তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌর সভার মোট ১৮ হাজার ৭শ’ ৩১ জন টিসিবির কার্ডধারীরা এ সুবিধা পাবেন।
পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ এলাকার কার্ডধারীদের মধ্যে টিসিবির পন্য সরবরাহ করা হবে।