Daily Gazipur Online

তারিক সাঈদের রোগমুক্তি কামনায় দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল

ডেইলি গাজীপুর প্রতিবেদক: করোনা ভাইরাসে আক্রান্ত ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ। আজ রবিবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে সংগনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ। তিনি বলেন, ‘করোনার সময়ে মাঠে থেকে কাজ করেছে তারিক সাঈদ। আমরা সকলেই তার দ্রুত সুস্থতা কামনা করি।’
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন। তিনি বলেন, ‘করোনার সংকটে সহযোদ্ধা হিসেবে সবসময়ই পাশে পেয়েছি তারিক সাঈদকে। আশা করি দ্রুতই সুস্থ হয়ে আবারও রাজপথে একত্রে কাজ করবো আমরা।’ এসময় স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর দক্ষিণ এবং বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।